বুধবার (৭ মে) দুপুর সাড়ে ১২ টায় র্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পের তৃতীয় তলায় অফিস কক্ষ থেকে তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। পলাশ সাহা ৩৭তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা ছিলেন। তিনি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার মৃত বিনয় সাহার ছেলে। র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন নিহত পলাশ সাহা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত র্যাবের সহকারী পুলিশ সুপার পলাশ সাহা পারিবারিক কলহের জেরে নিজ অস্ত্র দিয়ে গুলি করে আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিক ধারণা পুলিশের। ঘটনাস্থলে একটি চিরকুট পাওয়া গেছে। সবকিছু তদন্ত করে দেখা হচ্ছে।