• সোমবার, ০৫ মে ২০২৫, ০১:৪৯ অপরাহ্ন

ইতিহাসে আজকের এই দিনে

admin
আপডেটঃ : সোমবার, ৫ মে, ২০২৫

  • নিউজ ডেস্কঃ ঘটে যাওয়া আজকের এই দিনের ঘটনা, অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু আমরা জানতে চাই। পাঠকের এ চাওয়া মাথায় রেখে নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

আজ সোমবার, ৫ মে ২০২৫। ২২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ। ইতিহাসের দিকে চোখ বুলিয়ে দেখে নেব এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু, দিনসহ ঘটে যাওয়া নানান ঘটনা।

ঘটনাবলি

১৫৭০  – ডেনিশদের বিরুদ্ধে তুরস্কের যুদ্ধ ঘোষণা।
১৭৮৯  – ফরাসী বিপ্লব শুরু হয়।
১৭৯৯  – বীর সেনানী টিপু সুলতানকে সমাহিত করা হয়।
১৯৩০  – ভারত শাসনকারী বৃটিশ সরকার মোহনদাস করমচাঁদ গান্ধীকে বিনা বিচারে বন্দি করে।
১৯৩৬  – ইতালীয় বাহিনী আদ্দিস আবাবা দখল করে।
১৯৪২  – ব্রিটিশ বাহিনী মাদগাস্কার অধিকার করে।
১৯৪৫  – চেকোশ্লোভাকিয়ার কমিউনিস্ট পার্টি আত্মগোপন অবস্থা থেকে বের হয়ে দেশব্যাপী গণঅভ্যুত্থানে যোগ দেয়।
১৯৫৫  – জার্মানি সার্বভৌম রাষ্ট্রে পরিণত।
১৯৬১  – প্রথম মার্কিন নভোচারি এলান শেপহার্ড জুনিয়রের মহাকাশ যাত্রা।
১৯৮১  – দক্ষিণ বেলফাস্টের কুখ্যাত মেজ কারাগারে আটক আইরিশ-ক্যাথলিক নেতা ববি স্যান্ডস ৬৬ দিন টানা অনশনের পর পরলোকগমন করেন।
২০০০  –  ইউশিরো মোরি জাপানের প্রধানমন্ত্রী নির্বাচিত।
২০১৩ – ঢাকায় মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের একটি গণসমাবেশ এবং আন্দোলন সংঘটিত হয় এবং সরকার কর্তৃক পুলিশ, র‌্যাব ও বিজিবির সমন্বিত বাহিনী দ্বারা অপারেশন সিকিউর শাপলা অভিজান চালিয়ে তাদেরকে বিতাড়িত করা হয়।

জন্ম

১৮১৩  – সারেন কিয়েরকেগর ডেনীয় দার্শনিক এবং তাত্ত্বিক।
১৮১৮  – কার্ল মার্কস, প্রভাবশালী জার্মান সমাজ বিজ্ঞানী ও মার্ক্‌সবাদের প্রবক্তা।
১৮৪৬  – নোবেলজয়ী (১৯০৫) পোলিশ কথাশিল্পী হেনরিক সিয়েনকিয়েভিচ।
১৮৫০  – বিশ্ববিখ্যাত ফরাসি ছোটগল্পকার গি. দ্য. মোপাসাঁ।
১৮৮৮  – বিপ্লবী ত্রৈলোক্যনাথ চক্রবর্তী।
১৮৯৬  – ভারতের স্বাধীনতা সংগ্রামী ভি কে কৃষ্ণমেনন।
১৯১১  – প্রীতিলতা ওয়াদ্দেদার, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের আত্নহুতি দানকারী বাঙালি নারী।

মৃত্যু

১৮২১ – নেপোলিয়ন বোনাপার্ট ফরাসি শাসক।
১৯৩০ – মনোরঞ্জন সেন, বাঙালি, ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী নেতা।
১৯৬২ – আর্নেস্ট টিল্ডসলে, ইংলিশ ক্রিকেটার।
১৯৯৫ – মিখাইল বোতভিনিক, রাশিয়ান দাবা খেলোয়াড় এবং কোচ।
২০০৬ – নওশাদ আলী, ভারতীয় সংগীত পরিচালক।
২০০৭ – থিওডোর হ্যারল্ড মাইম্যান, মার্কিন পদার্থবিজ্ঞানী।
১৯৮৬  – এভারেস্ট জয়ী তেনজিং নোরগ।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ