নিউজ ডেস্কঃ ধর্ষণ ও নারী হয়রানির ব্যাপারে সরকারের অবস্থান জিরো টলারেন্স বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বুধবার (১২ মার্চ) সচিবালয়ে ধর্ষণবিরোধী মঞ্চের স্মারকলিপি গ্রহণ করে তিনি একথা বলেন।
আইন উপদেষ্টা বলেন, ধর্ষণের বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন ও দ্রুত বিচারের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। সরকার এ ব্যাপারে সচেষ্ট ও কঠোর অবস্থানে রয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, দেশে বিভিন্ন গোষ্ঠী থেকে ও ধর্মের অপব্যাখ্যা দিয়ে মেয়েদের যে হয়রানি করা হচ্ছে, সে ব্যাপারে জিরো টলারেন্সে সরকার।
উপদেষ্টা আরও বলেন, মোরাল পুলিশিং করার সুযোগ নেই। মেয়েদের উত্যাক্ত করলে কঠোর হাতে দমন করা হবে।
এসময় মাগুরায় শিশু ধর্ষণের ঘটনাটির এক মাসের মধ্যে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন শিক্ষার্থী প্রতিনিধিরা। সরকারের কথায় আশ্বস্ত জানিয়ে বলেন, রাজপথে শিক্ষার্থীদের মনিটরিং থাকবে।