মালয়েশিয়াভিত্তিক সংবাদমাধ্যম দ্য স্টারের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) অভিনেতা মিজুকির পরিবার সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে এক স্টোরিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে জানানো হয়েছে, গত বছর থেকে মানসিক স্বাস্থ্য চ্যালেঞ্জের সঙ্গে লড়াই করছিলেন মিজুকি। কঠোর সংগ্রাম থাকার পরও অভিনয়ের মাধ্যমে দর্শকদের আনন্দ দেয়ার চেষ্টা করেছেন তিনি।
এছাড়া শোক প্রকাশ করে বিবৃতিতে আরও জানানো হয়েছে, অভিনেতা মিজুকি কাজে ফেরার প্রস্তুতি নেয়া শুরু করেছিলেন। কিন্তু এটা অত্যন্ত দুঃখজনক যে, তার জীবন এভাবে শেষ হলে গেল। সম্ভবত এমন কিছু তিনি (মিজুকি ইতাগাকি) কখনো আশা করেননি।
জাপানি এই তারকার পরিবার অভিনেতার ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং তাকে যথাযথ বিদায় জানাতে না পারার জন্য ক্ষমা প্রার্থনা করেছে।
প্রসঙ্গত, মিজুকি ইতাগাকি জাপানি পপ গ্রুপ এম!এলকে-এর একজন সাবেক সদ্য। জাপানি রিয়েলিটি শো স্টারডাস্ট প্রোমোশন থেকে উঠে এসেছিলেন তিনি। তখন তার বয়স ছিল মাত্র ১০ বছর।
এছাড়া ‘উশিজিমা দ্য লোন শার্ক পার্ট ২’ (২০১৪) ড্রামা সিরিজের মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় মিজুকির। পরবর্তীতে ‘হিবিকি’ (২০১৮), ‘লাভ স্টপেজ টাইম’ (২০১৯) ও ‘ইন-হাউজ ম্যারেজ হানি’ (২০২০) এর মতো জনপ্রিয় সিরিজে দেখা গেছে তাকে।