• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৯:২৭ পূর্বাহ্ন

কেন ভেঙেছিল শহীদ-কারিনার প্রেম

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

* নিউজ ডেস্কঃ একটা সময় হিন্দি সিনেমার দুনিয়ায় অন্যতম চর্চার বিষয় ছিল শহীদ কাপুর আর কারিনা কাপুরের প্রেম। ‘জাব উই মিট’ সিনেমায় জুটি হিসেবে যেমন তাঁরা মানিয়ে গিয়েছিলেন, তেমনই পর্দার বাইরেও জমে ওঠে তাঁদের রসায়ন। কিন্তু হঠাৎই ভেঙে যায় তাঁদের প্রেম। কারিনা বিয়ে করেন সাইফ আলী খানকে, শহীদের সঙ্গে বিয়ে হয় মীরা রাজপুতের। কিন্তু কেন ভেঙে যায় দুই তারকার সম্পর্ক?

দুজনের আলাপ ২০০৪ সালে ‘ফিদা’ ছবির সেটে। সে সময় শহীদের সদ্য বিচ্ছেদ হয়েছে। কারিনাকে ভুলতে হয়েছে হৃতিক রোশনকে। ফলে দুজনের কাছাকাছি আসতে সময় লাগেনি। প্রথমে আপত্তি থাকলেও পরে কারিনার মা ববিতাও সায় দিয়েছিলেন মেয়ের পছন্দে। ঘনিষ্ঠ মহলে কারিনা এ–ও জানিয়েছিলেন, তিনি শহীদকে বিয়ে করবেন।

‘৩৬ চায়না টাউন’, ‘চুপ চুপ কে’-এর মতো ছবিতে কাজ করার সময় জমে উঠেছে তাঁদের প্রেম। এতটাই গভীর ছিল তাঁদের সম্পর্ক, শহীদের জন্য পুরোপুরি নিরামিষাশী হয়ে গিয়েছিলেন কারিনা। শহীদের কথাতেই ‘জাব উই মিট’ ছবিতে অভিনয় করতে রাজি হন তিনি। বক্স অফিসে এই ছবি তুমুল সফল হয়। কিন্তু এই ছবি যখন মুক্তি পেয়েছে, তখন কারিনার হৃদয়ে অন্য পুরুষ এসে গিয়েছেন।

‘জাব উই মিট’-এ গীত-আদিত্যর বিয়ে হলেও শহীদ-কারিনা আলাদা হয়ে যান হঠাৎই। তখন কারিনার জীবনে সাইফ আলী খান। ‘টাশান’ সিনেমার সেটে তাঁদের সম্পর্কের শুরু। বক্স অফিসে সে ছবি দাগ কাটতে পারেনি। মুষড়ে পড়েছিলেন কারিনা। ডুবে গিয়েছিলেন হতাশায়। তখন নাকি তাঁর হতাশা প্রশমিত হয়েছিল সাইফের সান্নিধ্যে।

কিন্তু কেন শহীদের সঙ্গে কারিনার সম্পর্ক ভেঙে গেল? সেই কারণ নিয়ে দুই তারকার কেউই মুখ খোলেননি কোনো দিন। সম্প্রতি এক সাক্ষাৎকারে কারিনা বলেন, ‘ভেবেছিলাম “টাশান” আমার ক্যারিয়ার বদলে দেবে। কিন্তু হলো ঠিক উল্টো। “জাব উই মিট” আমার ক্যারিয়ার বদলে দিয়েছিল। আর “টাশান” আমার জীবন।’

একই সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘শহীদ আমাকে বলে, তুমি এই চিত্রনাট্যটা শোনো, মেয়ের (গীত) চরিত্রটা অসাধারণ এবং তোমার এটা করা উচিত। ওর কথাতেই শেষমেশ রাজি হয়ে এই ছবিটা আমরা দুজনে করে ফেলেছিলাম। কিন্তু ব্রেকআপ? অবশ্যই ভাগ্য সেটাই ঠিক করে রেখেছিল, জীবন সেই ছন্দেই এগিয়েছিল। এই ছবিটা এবং “টাশান”-এর মধ্যবর্তী সময়ে আমাদের জীবনে অনেক কিছু ঘটে গিয়েছে…আমরা দুজনেই ভিন্ন রাস্তা বেছে নিয়েছিলাম।’

শহীদ একবার বলেছিলেন তাঁদের দুজন দুই মেরুর। ঠিক যেন ‘জাব উই মিট’-এর গীত ও আদিত্য। একদিকে প্রাণবন্ত কারিনা আর অন্যদিকে শান্ত, ধীর শহীদ। বিচ্ছেদের পর তাঁদের ব্যক্তিগত সম্পর্কও ঠেকেছিল তলানিতে।

তবে শোনা যায়, সাইফ আলী খানের জন্যই ফাটল ধরে শহীদ-কারিনার রসায়নে। শহীদকে লুকিয়ে নাকি সাইফের সঙ্গেও সম্পর্কে জড়িয়ে পড়েন কারিনা। জানতে পারার পরে কারিনার সঙ্গে সম্পর্ক আর রাখতে চাননি শহীদ।
সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে সমীকরণ। তিক্ততা সরিয়ে রেখে ‘উড়তা পাঞ্জাব’ ছবিতে দুজনে একসঙ্গে কাজও করেছেন। তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস, আনন্দবাজার পত্রিকা

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ