• বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৪:৫০ পূর্বাহ্ন

বাধ্যতামূলক ছুটিতে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এমডি

admin
আপডেটঃ : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

 নিউজ ডেস্কঃ ইসলামি ধারার ব্যাংক আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফরমান আর চৌধুরীকে তিন মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। আগামী তিন মাস তিনি ছুটিতে থাকবেন।

রোববার (১৩ এপ্রিল) ব্যাংকের পরিচালনা পর্ষদের বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

চট্টগ্রামভিত্তিক বহুল আলোচিত এস আলম গ্রুপের দখলে থাকা আটটি ব্যাংকের মধ্যে আল–আরাফাহ ইসলামী ব্যাংক অন্যতম। এসব ব্যাংকে অনিয়ম ও জালিয়াতির অভিযোগে কেন্দ্রীয় ব্যাংক বিশেষ নিরীক্ষা চালাচ্ছে। নিরীক্ষায় যাতে অনৈতিক হস্তক্ষেপ না হয়, সে লক্ষ্যেই এমডিকে ছুটিতে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এখন পর্যন্ত পুনর্গঠিত পর্ষদ আগে নিয়োগ দেওয়া ৭ এমডিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

একীভূত হচ্ছে দুর্বল শরিয়াভিত্তিক ব্যাংক
ইসলামী ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটি
বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ২৫.৪৪ বিলিয়ন ডলার
এর আগে, দীর্ঘদিন আল–আরাফাহ ইসলামী ব‌্যাং‌কে চেয়ারম্যান ছিলেন বিতর্কিত ব্যবসায়ী এস আলমের ভাই আব্দুস সামাদ লাবু। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশে আল–আরাফাহ ব্যাংকের পুরোনো বোর্ড ভেঙে গত ৩ সেপ্টেম্বর পুনর্গঠন করা হয়। নতুন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান লংকা বাংলা ফাইন্যান্সের সাবেক এমডি খাজা শাহরিয়ার। পাঁচ সদস্যের এই বোর্ড দায়িত্ব নেওয়ার পর থেকেই নানা অনিয়ম ও অসঙ্গতির খোঁজ মিলছে।

সরকার পরিবর্তনের পর কেন্দ্রীয় ব্যাংক এখন পর্যন্ত ১৫টি ব্যাংকের বোর্ড ভেঙে নতুন করে গঠন করেছে। এসব ব্যাংকের অনিয়ম ও জালিয়াতি তদন্তে চলছে বিশেষ অডিট।

বিশেষ অডিট শুরুর আগেই ইউনিয়ন ব্যাংকের এমডি এবিএম মোকাম্মেল দেশত্যাগ করেন। এ ছাড়া, গত ৬ এপ্রিল ইসলামী ব্যাংক বাংলাদেশের এমডি মুহাম্মদ মুনিরুল মওলাকেও তিন মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়।

এর আগে গত ৫ জানুয়ারি এক্সিম, গ্লোবাল ইসলামী, এসআইবিএল, ইউনিয়ন ও আইসিবি ইসলামিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের একইভাবে ছুটিতে পাঠানো হয়।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ