• বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৪:১৮ পূর্বাহ্ন

নিজস্ব ডেটা সেন্টারে ‘জেমিনি এআই’ মডেল চালানোর সুযোগ দেবে গুগল

admin
আপডেটঃ : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

নিউজ ডেস্কঃ অন্যতম টেক জায়েন্ট প্রতিষ্ঠান গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ‘জেমিনি’ এখন বেশ জনপ্রিয়। এটি একযোগে টেক্সট, অডিও ও ভিডিও প্রক্রিয়াকরণ করতে সক্ষম। জেমিনি বর্তমানে ১০০টিরও বেশি ভাষায় উপলব্ধ। জেমিনি মডেলকে আরও বেশি গ্রহণযোগ্য করে তুলতে প্রতিষ্ঠানটি বেশকিছু পরিকল্পনা গ্রহণ করেছে।

সম্প্রতি প্রতিষ্ঠানটির ক্লাউড বিভাগ গত ১০ এপ্রিল তাদের এক ব্লগপোস্টে জানিয়েছে, এখন থেকে প্রতিষ্ঠানগুলো চাইলে নিজেদের ডেটা সেন্টারে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি জেমিনির মডেল চালাতে পারবে। ধারণা করা হচ্ছে, চলতি বছরের মাঝামাঝি সময়ে সেবাটি প্রাথমিকভাবে চালু করা হবে।

গুগল থেকে জানানো হয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে, যেসব প্রতিষ্ঠান নিজেদের তথ্যের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে চায়, তাদের জন্য গুগলের ক্লাউড প্রযুক্তি সহজলভ্য করা। এ জন্য ‘গুগল ডিস্ট্রিবিউটেড ক্লাউড’ নামের একটি নতুন প্ল্যাটফর্ম চালু করা হচ্ছে। যা ইন্টারনেট সংযোগ ছাড়াও, (এয়ার-গ্যাপড সংস্করণে) এমনকি যুক্তরাষ্ট্রের গোপন সরকারি সংস্থাগুলোকে সেবা দিতে পারবে।

আরও জানানো হয়, এনভিডিয়ার ব্ল্যাকওয়েল GPU-এর মাধ্যমে জেমিনি মডেল চালানোর সুযোগ থাকবে এবং প্রতিষ্ঠানগুলো চাইলে গুগলের মাধ্যমে অথবা অন্যান্য উৎস থেকে এসব সুবিধা উপভোগ করতে পারবে।

গুগলের এআই প্রযুক্তির অন্যতম প্রতিযোগীগুলো যেমন ওপেনএআই ও Anthropic সাধারণত নিজস্ব ডেটা সেন্টারে মডেল ব্যবহারের অনুমতি দেয় না, কারণ এতে প্রযুক্তির গুণগতমান ও নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। অন্যদিকে Cohere নামক একটি স্টার্ট-আপ কোম্পানি এই সুবিধা দিলেও সেটি তুলনামূলক সেটি ধীর এবং জটিল।

সুতরাং গুগলের এমন পদক্ষেপ অনেক নতুন গ্রাহককে আকৃষ্ট করতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ অনেক প্রতিষ্ঠান এবং সরকারি সংস্থাগুলো এখনো নিজস্ব ডেটা সেন্টার ব্যবহার করে। যদিও সাম্প্রতিক বছরগুলোতে ক্লাউড-ভিত্তিক সেবা জনপ্রিয় হয়েছে।

বিশ্লেষকদের ধারণা, প্রতিষ্ঠানটি তাদের প্রতিযোগীদের সঙ্গে টেক্কা দিতে জেমিনি মডেল তৈরি ও তাদের অন্যান্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি বিকাশে গত দু’বছরে ১০ বিলিয়নেরও বেশি ডলার খরচ করেছে। গুগল এই বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করতে আরও বেশি বিনিয়োগ করতে আগ্রহী ।

চলতি মাসে গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই জানান, এ বছর প্রতিষ্ঠানটি প্রায় ৭৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। যার একটি বড় অংশ যাবে ডেটা সেন্টার সম্প্রসারণ এবং জেমিনির মতো এআই প্রকল্পের উন্নয়নের পেছনে।

এই বিনিয়োগ কেবল নতুন প্রযুক্তি উদ্ভাবনের জন্য নয়, বরং বিদ্যমান ক্লাউড ও সার্ভার অবকাঠামো শক্তিশালী করে বৈশ্বিক পরিসরে এআই সেবা দ্রুততর ও নির্ভরযোগ্য করে তোলার লক্ষ্যেও ব্যবহৃত হবে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ