• মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ০২:৫৯ অপরাহ্ন

প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনায় বিএনপি নেতা সালাহউদ্দিন

admin
আপডেটঃ : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

নিউজ ডেস্কঃ গণতন্ত্রের উল্টো দিকে যাত্রা শুরু কখনও শুভ নয় মন্তব্য করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, প্রধান উপদেষ্টা (নির্বাচনের সময় নিয়ে) জুন-ডিসেম্বরের মধ্যে আসা-যাওয়া করছেন। এক জায়গায় স্থির থাকতে পারছেন না কেন? এরকম শিফটিং জাতি এবং আন্তর্জাতিকপর্যায়ে ভালোভাবে নেওয়া হবে না।

রোববার (১৩ এপ্রিল) বিকেলে রাজধানীর প্রেসক্লাবে ভাসানী অনুসারী পরিষদের প্রতিনিধি সম্মেলনে জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করে তিনি এসব কথা বলেন।

বর্তমান সরকার আরও ৫ বছর থাকা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করে সালাহউদ্দিন আহমেদ বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা বলে মানুষ নাকি বলছে, মানুষ তাদের পাঁচ বছরের জন্য চায়, আর স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে যে সমালোচনা হচ্ছে এটা কী তিনি শোনেন না বলেও মন্তব্য করেন।

আমরা দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগমাধ্যম এখন রাষ্ট্র পরিচালনার প্যারালাল হয়ে গেছে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, আন্দোলনের মধ্যদিয়ে সরকার পরিবর্তন হয়েছে। তবে একটা নির্বাচিত সরকারের রিপ্লেসমেন্ট তো আপনারা হতে পারেন না।

প্রসঙ্গত, জাতীয় প্রতিনিধি সম্মেলনে ভাসানী জনশক্তি পার্টির ১২১ সদস্যের কেন্দ্রীয় কমিটি অনুমোদন করা হয়। এতে দলের চেয়ারম্যান ও মহাসচিবের দায়িত্ব পেয়েছেন যথাক্রমে শেখ রফিকুল ইসলাম বাবুল ও আবু ইউসুফ সেলিম।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ