নিউজ ডেস্কঃ প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সব আঙ্গিকে নজর দিয়ে বিচার বিভাগের সংস্কার হবে সামগ্রিক। যা হবে জাতির জন্য বিরাট প্রাপ্তি।
রবিবার (১৩ এপ্রিল) সকালে খুলনা জজ কোর্ট প্রাঙ্গনে বিচার প্রার্থীদের জন্য ন্যায় কুঞ্জের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এসময় তিনি আরও বলেন বিচার ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও বিচার প্রার্থীদের অসুবিধা দূর করতে ১২ দফা সংস্কার কার্যক্রম চলছে। সংস্কারের মাধ্যমে বিচার ব্যবস্থায় যে অনিয়ম রয়েছে তা দূর হবে এবং বিচারিক কার্যক্রমের সাথে সংশ্লিষ্টদের জবাবাদিহিতাও নিশ্চিত হবে। বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় করার কাজ অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন হচ্ছে বলেও জানান প্রধান বিচারপতি।