• মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন

অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনূসের পদত্যাগ দাবিতে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচি

admin
আপডেটঃ : শুক্রবার, ১৩ জুন, ২০২৫

প্রেস বিজ্ঞপ্তিঃ বিগত বছরের ৫ আগস্ট বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে গণশত্রু, খুনি-ফ্যাসিস্ট ইউনূস ও তার দেশবিরোধী জঙ্গি দোসররা ‘মেটিক্যুলাস ডিজাইন’ এর মাধ্যমে  দেশত্যাগে বাধ্য করে। এরপর থেকে দেশব্যাপী জনগণের উপর নেমে আসে অত্যাচার, নির্মম-নিষ্ঠুর-বিভীষিকাময় এক আঁধার।

গণতন্ত্র আজ নির্বাসনে, মানবাধিকার ভূলুণ্ঠিত! গণমাধ্যমের স্বাধীনতা লুপ্ত! নারীর প্রতি ভয়াবহ  সহিংসতা-নির্যাতন-ধর্ষণ! মানুষের জানমালের নিরাপত্তা নেই! ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর নির্যাতন-নিপীড়ন চলছেই! আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি! দেশের কেন্দ্র থেকে প্রান্তে—লাগামহীন মবসন্ত্রাস, গণডাকাতি, ছিনতাই, রাহাজানি! শিক্ষাঙ্গনে নৈরাজ্য, ন্যায়বিচার ও আইনের শাসন দুঃস্বপ্নে পরিণত হয়েছে! উগ্র জঙ্গি ও সাম্প্রদায়িকগোষ্ঠীর উন্মাদনা গোটা জাতিকে শঙ্কিত করে তুলেছে! বাংলাদেশের ভূখণ্ড ও সম্পদ বিদেশিদের কাছে তুলে দেবার ষড়যন্ত্র চলছে। গণবিরোধী শক্তি ও অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনূস গং গোটা জাতির সাথে বিশ্বাসঘাতকতা করে বহুজাতিক যুদ্ধের দিকে আমাদের  প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ঠেলে দিচ্ছে! দেশের এই চরম সংকটে গোটা জাতিকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত ও ঐক্যবদ্ধ করে বিদেশি তাবেদার অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনূস ও তার পুতুল সরকারকে হটাতে হবে। যে কোনো মুল্যে- বীর বাঙালি, বিজয় একাত্তর, রক্তের অক্ষরে লেখা সংবিধান, স্বাধীনতা-সার্বভৌমত্ব, গণতন্ত্র পুনরুদ্ধার ও রক্ষা করার লক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে কিছু লাগাতার কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

*কর্মসূচিসমূহ*:

*** আগামী ১৬ জুন ফ্যাসিস্ট ও জঙ্গি ইউনূসের পদত্যাগ ও অবৈধ আইসিটি ট্রাইব্যুনালে প্রহসনমূলক বিচার বন্ধের দাবিতে ঢাকা মহানগরের অন্তর্গত সকল থানায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল।

**** আগামী ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা (ভার্চুয়াল)। এছাড়া অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণসহ মানবিক কার্যক্রম পরিচালনা।

*** আগামী ২৪ জুন ফ্যাসিস্ট ও জঙ্গি ইউনূসের পদত্যাগ ও অবৈধ আইসিটি ট্রাইব্যুনালে প্রহসনমূলক বিচার বন্ধের দাবিতে সারা দেশে বিভাগীয় শহরে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল।

*** আগামী ১ জুলাই ফ্যাসিস্ট ও জঙ্গি ইউনূসের পদত্যাগ ও অবৈধ আইসিটি ট্রাইব্যুনালে প্রহসনমূলক বিচার বন্ধের দাবিতে সারা দেশে সকল সাংগঠনিক জেলা  পর্যায়ে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল।

*** আগামী ১৬ জুলাই ফ্যাসিস্ট ও জঙ্গি ইউনূসের পদত্যাগ ও অবৈধ আইসিটি ট্রাইব্যুনালে প্রহসনমূলক বিচার বন্ধের দাবিতে সারা দেশে সকল সাংগঠনিক উপজেলা ও ইউনিয়ন  পর্যায়সহ তৃণমূল পর্যন্ত  বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল।

বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে দেশপ্রেমিক জনগণের প্রতি আবেদন রাখছি, আসুন, আমরা স্বাধীনতার সপক্ষের সকল গণতান্ত্রিক-প্রগতিশীল-অসাম্প্রদায়িক ব্যক্তি ও সংগঠনসমূহ একটি উদার গণতান্ত্রিক, মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলার শপথ গ্রহণ করি এবং গণশত্রু, সাংবিধানিকভাবে অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনূস গংদের দেশবিরোধী অপকার্যক্রমকে শক্ত হাতে প্রতিহত করি।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ